Bangla - বাংলাIslamic-Translation-Centar

জাতির বিনির্মাণ-৯

জাতির বিনির্মাণ-৯
#Bengali Translation
অশ্রুর মূল বৈশিষ্ট্য হলো ব্যথিত ব্যক্তির কষ্টকে লাঘব করা। এ অশ্রু যখন অন্যের চোখে থাকে তখন এটি তাদের কষ্টের বিষয়টি প্রকাশ করে। তবে সব অশ্রুই দুর্বলতার অশ্রু নয়। কিছু অশ্রুতে দুঃখ-আনন্দ কিছুই থাকে না। অনেক অশ্রু হলো কৃত্রিম অশ্রু। পশ্চিমারা নানান সময়ে নানান স্বার্থে বিভিন্ন ভূখণ্ডের মানুষদের উপর অবরোধ আরোপ করে। মানুষদেরকে পারমাণবিক বোমা মেরে হত্যা করে। নিজেদের স্বার্থে মানব হত্যার জন্য তারা ভারি ভারি ক্ষেপণাস্ত্র ও অস্ত্র আবিষ্কার করেছে।
এরপর মুসলিম ভূখণ্ডের উপর তারা কৌশলে আক্রমণ চালায়। তখন আবার এই পশ্চিমারা এসে মায়াকান্না জুড়ে দেয়, আর বিশ্ব মিডিয়ায় তাদের মায়াকান্নার ছবি উঠে আসে। এই পশ্চিমারা মানুষের মান-মর্যাদা কেড়ে নিয়েছে, ধন-সম্পদ লুট করেছে, সমাজ ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। মহিলাদের সম্ভ্রমহানি করেছে, আর যুবকদেরকে করেছে পশ্চিমাপন্থী। আজকের বিশ্বে মানবজাতির কী আর অবশিষ্ট আছে? বাস্তব অর্থে আজ তাদের কিছুই অবশিষ্ট নেই। আছে শুধু অতীতের এক কৃত্রিম রূপ। তাদের বর্তমান হাতছাড়া হয়ে গেছে, আর ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − twelve =

Back to top button