Bangla - বাংলাIslamic-Translation-Centar

জাতির বিনির্মাণ-৩১

জাতির বিনির্মাণ-৩১
তাগুতদের শাসন:
#Bengali Translation
তাগুতী শাসন ব্যবস্থায় প্রশাসনিক নিয়ম-নীতিতে আস্থা-বিশ্বাস থাকেনা, ফলে একে অপরের প্রতি গুপ্তচরবৃত্তিতে লিপ্ত থাকে। হাবিব আল আদলী, সউদ আল কাহতানীর মতো যারা পদ-পদবীর পিছনে হন্য হয়ে ছুটে চলে এবং পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে চায়, তাদের মাঝে কোন ভদ্র-স্বজন ব্যক্তি থাকা যেমন দুষ্প্রাপ্য, তেমনি তোমার জন্য ভদ্র-স্বজন হয়ে তাদের মাঝে টিকে থাকাটাও দুঃসাধ্য।
তুমি তাদের মাঝে কীভাবে থাকবে তাও বুঝবে না এবং তারা কিছুতেই তাদের মাঝে থাকা একজন ভদ্র-স্বজন ব্যক্তিকে সামনে এগিয়ে যেতে দিবেনা। তারা না তোমাকে তাদের মাঝে স্বাধীনভাবে কাজ করতে দিবে, আর না তোমাকে ছেড়ে দিবে। তখন তুমি নিজের সাড়ে তিন হাত দেহাভ্যন্তরেই বন্দী হয়ে থাকবে।
আর কবর ও কারাগার উভয়টির মাঝেই আছে পরম সদৃশতা।
আমলাতান্ত্রিক রাষ্ট্রের কর্মকর্তাদের মনে জনগণকে শোষণ করার লোভ কখনো কমে না। আর এ মুনাফিকগুলো শাসকদের সেবাদাস হয়ে থাকে এবং সাধারণ প্রজাদের উপর সীমাহীন জুলুমে অভ্যস্ত হয়ে উঠে। এতদসত্ত্বেও এসকল মুনাফিকদের তাদের মনিবের নিকট বিশেষ কোন মান-সম্মান বা কদর নেই। যদিও এরাই তাদের রাজনীতির গুরুত্বপূর্ণ ক্রীড়নক এবং তারা সর্বদা নিজেদেরকে তাদের সেবায় নিয়োজিত রাখে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =

Back to top button